মুন্সীগঞ্জ মেয়র পদপ্রার্থী বিপ্লবের নির্বাচনী সভা

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে নৌকা প্রতীকে নির্বাচন করার লক্ষে সমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসভা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতিকর্মী অভিজিৎ দাস ববির সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান মেয়র ও মেয়র পদপ্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

বিশেষ অতিথি পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শামসুদ্দিন, শাহীন রেজা কাজল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সিরাজুল ইসলাম পল্টু, হাটলক্ষীগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি আলাউদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত মুজিব,জহির গাজী, ইদ্রাকপুর গ্রামের গোলাম মোস্তফা এমপি, লিটন প্রমুখ।