মা-মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

অনলাইন ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পুঠিয়া পৌরসভার ৩ নং গোপালহাটি ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে ঢাকার গাবতলী এলাকায় একটি যাত্রীবাহি বাস থেকে সেখানকার পেট্রোল টিমের পুলিশ ফিরোজ আলীকে আটক করে।

নিহতরা হলেন, পলি খাতুন (২০) ও ফারিয়া (৬ মাস)।

আটক ফিরোজ আলী (২৬) ওই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানায়, ফিরোজ আলী বিয়ের আগে থেকেই নেশাগ্রস্থ ছিলেন। ৪ বছর আগে পুঠিয়া পৌরসভার ৪ নং কৃষ্ণপর ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার জুলহাস আলীর মেয়ে নিহত পলি খাতুনকে বিয়ে করে ফিরোজ। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য সে তার বাড়ি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতো। এ নিয়ে তার স্ত্রীর পলির সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। মাঝে মধ্যে ফিরোজ স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতো।

সোমবার দিবাগত রাতে নেশার টাকার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

ঘুমিয়ে থাকার কারণে আড়াই বছরের শিশু ছেলে ফাহিম আলী বেঁচে যায়। রাতে ফাহিম আলীর কান্না শুনতে পেয়ে ফিরোজের বাবা-মা ঘরে ঢুকে পলি ও ফারিহাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খালেদ হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় লাশের পাশ থেকে একটি বড় বালিশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বালিশ দিয়েই তাদেরকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।