মাদক রাখার অপরাধে যুবকের ৬ মাসের দণ্ড

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্য রাখার অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার রাত ১০টার দিকে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারী বাজারের বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন উপজেলার যোগানিয়া গ্রামের বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, একদল যুবক রাত ৮টার দিকে বারমারী বাজারের বাস স্টেশন এলাকায় ভারতীয় মদ নিয়ে অবস্থান করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি চ্যালেঞ্জ করলে রুবেলের কাছে ভারতীয় দুই বোতল মদ পাওয়া যায়। এ সময় অন্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকৃত যুবক জানিয়েছে, অন্যদের আনা এ মদ সে শুধুমাত্র বহন করেছে। যারা এনেছে তারা পালিয়ে গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে আটক রুবেল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।