মাদক রাখার অপরাধে যুবকের ৬ মাসের দণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১ অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্য রাখার অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার রাত ১০টার দিকে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারী বাজারের বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন উপজেলার যোগানিয়া গ্রামের বাসিন্দা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, একদল যুবক রাত ৮টার দিকে বারমারী বাজারের বাস স্টেশন এলাকায় ভারতীয় মদ নিয়ে অবস্থান করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি চ্যালেঞ্জ করলে রুবেলের কাছে ভারতীয় দুই বোতল মদ পাওয়া যায়। এ সময় অন্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকৃত যুবক জানিয়েছে, অন্যদের আনা এ মদ সে শুধুমাত্র বহন করেছে। যারা এনেছে তারা পালিয়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে আটক রুবেল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক গৌরীপুর গণপাঠাগারের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে দেশের সুনাম অর্জন করতে হবে-সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে রাস্তা সস্কার করলেন ছাত্রলীগ নেতা শাহীন ভালুকায় মিল শ্রমিকের লাশ উদ্ধার গৌরীপুর ওসি’র ফেসবুক স্ট্যাটাসে সন্তানকে খুঁজে পেলো মা-বাবা ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের স্বেচ্ছা সেবকদের মাঝে পিপিই,মাস্ক ও চশমা বিতরণ র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ SHARES Matched Content দেশের খবর বিষয়: মাদক রাখার অপরাধেযুবকের ৬ মাসের দণ্ড