বড়াইগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ। সোমবার সকালে বনপাড়া বাইপাস চত্বতে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পস্তব অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়।

পরে বনপাড়া কলেজ থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে, মাথায় প্রতিষ্ঠা বার্ষিকীর প্লাকার্ড বেধে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর গেটে সমাগত হয়।

থানা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলামের সভাপতিত্বে ও আতিকুর রহমান পিয়াসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, সম্পাদক মিজানুর রহমান, যুগ্মসম্পাদক মোয়াজ্জেম হোসেন, ভাইসচেয়ারম্যান আতাউর রহমান, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর রহমান জিন্নাহ, সম্পাদক শাফিক সরদার, বর্তমান সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার প্রমুখ।