বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মে ১১, ২০২০ অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বনপাড়া সরকারী খাদ্য গুদাম চত্বরে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। চলতি বোরো মৌসুমে সরকারি মূল্য ২৬ টাকা কেজি দরে ৫৭২ মেট্রিক টন বোরো ধান, ৩৬ টাকা কেজি দরে ৩৭৮০.৯৯০ মেট্রিক টন চাল, ৩৫ টাকা কেজি দরে ৬৫২ মেট্রিক টন আতপ চাল ও ২৮ টাকা কেজি দরে ১১১৯ মেট্রিক টন গম এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার নিবন্ধনকৃত তিনটি অটো রাইস মিল ও ৬৭টি হাসকিং মিল থেকে চাল সংগ্রহ করা হবে এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম ক্রয় করা হবে। উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিকাশ চন্দ্র প্রামাণিক বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস, চাল কল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমূখ। উদ্বোধনী দিনে ২০ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন গম ক্রয় করা হয়। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ধান ও চাল এবং ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে। Share this:FacebookX Related posts: বড়াইগ্রামে হেরোইনসহ বাসযাত্রী আটক বড়াইগ্রামে সাফবীনের উদ্যোগে কৃষকদের শিক্ষণীয় মেলা অনুষ্ঠিত বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত বড়াইগ্রামে মুজিববর্ষে পাটোয়ারী জেনারেল হাসপাতালে দরিদ্রবান্ধব সেবার প্রতিশ্রুতি বড়াইগ্রামে করোনায় সন্দেহভাজন আক্রান্ত ১ হোম কোয়ারেন্টাইনে ৩২ বড়াইগ্রামে তালাবদ্ধ ঘর থেকে কিশোরীর লাশ উদ্ধার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ বড়াইগ্রামে মোবাইল ফোনের জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা বড়াইগ্রামে অপপ্রচার ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন বড়াইগ্রামে বোরো ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বড়াইগ্রামে ট্রাকের চাপায় ডিশ লাইন কর্মীর মৃত্যু রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী SHARES Matched Content দেশের খবর বিষয়: অভিযানের উদ্বোধনবড়াইগ্রামেবোরো ধান চাল ও গম সংগ্রহ