বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মুজিব বর্ষের প্রথম দিন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বনপাড়া বাইপাস চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে জাতীয় শিশু দিবস ও মুজিববর্ষ পালনের কর্মসূচী শুরু হয়।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি উপজেলা প্রশাসন কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্ত মঞ্চের উদ্বোধন করেন এবং পরিষদ হল রুমে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন, থানার অফিসার্স ইনচার্জ দিলিপ কুমার দাস, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিশু ও অতিথিদের নিয়ে কেক কাটেন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে শিশুদের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।