বড়াইগ্রামে মুজিববর্ষে পাটোয়ারী জেনারেল হাসপাতালে দরিদ্রবান্ধব সেবার প্রতিশ্রুতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০ বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামের বনপাড়াস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে দরিদ্র, অসহায়, মুক্তিযোদ্ধা, প্রবীণ ও এতিমদের জন্য বিশেষ সেবা ব্যবস্থা। এ সেবা ব্যবস্থায় এই সকল রোগীদের জন্য রয়েছে সকল ক্ষেত্রে বিশেষ ছাড়। এছাড়া সাধারণ সকল রোগীর জন্য মুজিব বর্ষ ব্যাপী অর্থাৎ ১৭ মার্চ ২০২০ সাল থেকে ১৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত ল্যাব পরীক্ষায় ২০% ছাড়, বেড চার্জ সম্পূর্ণ ফ্রি, এ্যাম্বুলেন্স চার্জ ২০ ভাগ ছাড় দেয়া হবে। বুধবার দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বছর ব্যাপী করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও কর্মশালায় এ ঘোষণা দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিুকুর রহমান পাটোয়ারী। ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতাল চত্বরে ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে ডা. হোসনে আরা হোসেন, ডা. গোলাম আরেফিন প্রিন্স, ডা. নাজিম উদ্দিন ও অন্যদের মধ্যে প্রবীণ আওয়ামীলীগ নেতা সোবহান প্রামাণিক, সমাজ সেবক আবুল কালাম আজাদ,আমিনুল ইসলাম ইন্তাজ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা ও কর্মশালায় স্বাস্থ্য সহকারী, গ্রাম্য ডাক্তার, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও প্রশিক্ষিত ধাত্রী উপস্থিত ছিলেন। কর্মশালায় করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় নিয়েও বিশদ আলোচনা করা হয়। শেষে হাসপাতালের মূল ফটকে মুজিব কর্ণারের উদ্বোধন করেন প্রধান অতিথি। Share this:FacebookX Related posts: বড়াইগ্রামে সাফবীনের উদ্যোগে কৃষকদের শিক্ষণীয় মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে মুজিববর্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত বড়াইগ্রামে করোনায় সন্দেহভাজন আক্রান্ত ১ হোম কোয়ারেন্টাইনে ৩২ বড়াইগ্রামে তালাবদ্ধ ঘর থেকে কিশোরীর লাশ উদ্ধার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন বড়াইগ্রামে মোবাইল ফোনের জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা বড়াইগ্রামে অপপ্রচার ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন বড়াইগ্রামে বোরো ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বড়াইগ্রামে ট্রাকের চাপায় ডিশ লাইন কর্মীর মৃত্যু মুজিববর্ষে পত্নীতলায় বাড়ি পাচ্ছেন ১১৪টি পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: দরিদ্রবান্ধব সেবার প্রতিশ্রুতিপাটোয়ারী জেনারেল হাসপাতালেবড়াইগ্রামেমুজিববর্ষে