বিএনপির হামলায় ছাত্রলীগের ৭ নেতাকর্মী আহত, থানায় মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুনের নৌকা প্রতীকের প্রচারণা শেষে ফেরার পথে ধানের শীষের প্রার্থী তৌহিদুল ইসলামে বাড়ির সামনে বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের ৭ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ নোমান হাসান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ আরও আড়াই থেকে তিনশ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মোটরসাইকেল যোগে নৌকা প্রতীকের পক্ষে শহরের কলেজ রোড ও মসজিদ পাড়ায় প্রচারণা শেষে ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে মসজিদপাড়া বিএনপি প্রার্থী তৌহিদুল ইসলামের বাড়ির গেটের সামনের রাস্তায় আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধানের শীষের লোকজন ছোড়া, লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালায়। বিএনপি ধানের শীষের প্রার্থীর ভাতিজা মন্টু, ছেলে রাজু, মসজিদপাড়ার রাশেদের হুকুমে ধানের শীষের প্রার্থীর বাড়িতে থাকা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় মামলার বাদী আবু মো. নোমান হাসান, মাহির, সাদিক, মুসলিম, জয়, নয়ন ও শাহিন আহত হন। তাদের চিৎকারে কেউ এগিয়ে না আসলে মোটর সাইকেল ফেলে সেখান থেকে ইরান চৌধুরীর বাড়ির সামনে এসে পঞ্চগড় থানার এসআই দীন মোহাম্মদকে ঘটনা খুলে বললে তিনি ঘটনাস্থল থেকে তিনটি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিনে ওই রাতের ঘটনায় শনিবার সকালে ধানের শীষের প্রার্থী তৌহিদুল ইসলামে পক্ষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে নৌকা সমর্থিক কর্মীরা মসজিদপাড়াস্থ ধানের শীষের প্রার্থী তৌহিদুল ইসলামের বাড়ি ও নির্বাচন অফিসে হামলা চালায়। এসময় বাসা ও নির্বাচন অফিস এবং এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্মারকলিপিতে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষাসহ ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা বিধানে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানানো হয়েছে। # Share this:FacebookX Related posts: আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল রেলমন্ত্রীর নিজস্ব অর্থায়নে মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: ছাত্রলীগের ৭ নেতাকর্মী আহতথানায় মামলাবিএনপির হামলায়