দুইশত কিলোমিটার বেগে ছুটবে ট্রেন: চার ঘন্টায় পঞ্চগড় থেকে ঢাকা- রেলমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, তিন থেকে চার ঘন্টার মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় ঢাকা-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় অংশে প্রায় ১১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, উন্নত দেশের মত চলবে ট্রেন। ঘন্টায় দেড়শ থেকে দুইশত কিলোমিটার বেগে ছুটবে ট্রেন। দ্রুততম সময়ের মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করতে পারবে মানুষ। সকালে যাবেন সন্ধ্যায় বাড়ি ফিরবেন। তিন থেকে চার ঘন্টার মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, রেলপথের পাশাপাশি পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত ৬ লেন সড়কের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে। এ এলাকার মানুষ সকালে ঢাকা পৌছে কাজ সেরে আবার বিকেলে বাড়ি ফিরতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে দেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু মানুষ ধর্মের নামে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ধর্মের ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরি করছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় অংশে প্রায় ১১ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। বর্তমান ১৮ ফুট সড়কটির দুই পাশে ৫ ফুট করে প্রশস্ত করা হবে। পরে মন্ত্রী ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন। নূরুল ইসলাম সুজন বলেন, আজকে যারা ধর্মের দোহাই দিয়ে দেশকে পিছিয়ে দিতে চায় তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের নবী করীম (সাঃ) এর সময়ে মোবাইল ছিলোনা, মাইক ছিলোনা। তখনো এক শ্রেণীর মৌলবী বলেছিলো ইংরেজি শিক্ষাকে হারাম, ছবি তোলা হারাম। তখনো ফতোয়া দিয়েছিল মাইক ব্যবহার করা যাবেনা। কিন্তু প্রযুক্তির যে ব্যবহার এটার কোথাও কোন বাধা নেই। কাজে আমরা ধর্মের কথা বলে যে কাজগুলো করতেছি এগুলো প্রায়োগিকের সঙ্গে কোন সামঞ্জস্য নেই। কাজেই প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগাতে হবে। এ সময় অন্যদের মধ্যে সওজের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সওজ দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরুজ মিয়া, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, পঞ্চগড় আদালতের পিপি আমিনুর রহমান ও পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই : রেলমন্ত্রী আমরা এগিয়ে যাচ্ছিলাম, করোনা আমাদের পিছিয়ে দিয়েছে: রেলমন্ত্রী টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ ঠেকাতে বেড়া দেওয়া হচ্ছে : রেলমন্ত্রী ‘পদ্মা সেতু হলে এখানকার চেহারা পাল্টে যাবে’ যুক্তরাজ্য ও আয়রল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন শুরু করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের করোনা আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশী প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ SHARES Matched Content জাতীয় বিষয়: চার ঘন্টায়দুইশত কিলোমিটার বেগে ছুটবে ট্রেনপঞ্চগড় থেকে ঢাকারেলমন্ত্রী