বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ১৪ বোতল ফেন্সিডিল, ৩০ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকাসহ মোঃ আজাদ মিয়া- (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত বুধবার রাতে উপজেলার সেজামুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজাদ মিয়া সেজামুড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার রাতে সেজামুড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আজাদ মিয়াকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ১৪ বোতল ফেন্সিডিল, ৩০ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।