টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

অনলাইন ডেস্ক : টেকনাফের উনছিপ্রাংয়ের রইক্ষ্যং এলাকা থেকে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধারা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

আটকরা হলেন, রইক্ষ্যং রোহিঙ্গা শিবিরের মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), ফুরকান (২০), মো. আইয়াছ (২১) ও নুর আলম (২০)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন এর একটি দল রইক্ষ্যংয়ের উত্তরপাড়ার জসিমের বাড়ির সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ জনকে আটক করে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের এবং আটক ৪ জনকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।