বিজয়নগরে ফেন্সিডিল-স্কাফ’সহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সেজামোড়া এলাকা থেকে ৬৪ বোতল ফেন্সিডিল-স্কাফ’সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪,ভৈরব ক্যাম্প।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান,র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা’সহ আশেপাশের এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২২/০২/২০২০ ইংতারিখ ১৬.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সেজামোড়া সাকিনস্থ টিলা মোড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ রিমান মিয়া (৩৬), পিতা-মৃত ছেনু মিয়া, ২। মোঃ নূরুল ইসলাম (৩৫), উভয় সাং-সেজা মোড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের নিকট হতে (ক) ৩৫ বোতল ফেন্সিডিল, (খ) ২৯ বোতল স্কাফ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।