ঝিনাইগাতীতে জিংক ধান চাষের ওপর কর্মশালা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কৃষি অফিসের হলরুমে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে জিংক ধান চাষের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় হারভেস্টপ্লাস, ওয়ার্ল্ড ভিশন, আইডিএস এবং উন্নয়ন সংঘ অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করে।

বিংগস প্রকল্প এলাকায় জিংকসমৃদ্ধ ধান, গম ও মসুর ডাল চাষাবাদ সম্প্রসারণ, বাজার উন্নয়ন এবং উপকারভোগীদের নিয়মিত পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের সচেতনতা ও পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে সরকারের পাশাপাশি ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

অন্যদের মধ্য থেকে শেরপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম রসুল, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর ও প্রকল্প সমন্বয়কারী বিংগস প্রজেক্ট, হারভেস্টপ্লাস মো. হাবিবুর রহমান খাঁন প্রমুখ। কর্মশালায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালনায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ইমাম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।