দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৫৮২টি ঘর নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:”আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার”, “মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে বাস্তবায়নের লক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির মানুষের জন্য ৫৮২টি ঘর নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ওকোরাবাড়ি গ্রামের নির্মান কাজের অগ্রহতি পরিদর্শন করেন জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন। এসময় জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হাওলাদার, জেলা পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মালেক চিসতি, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ঘুরে ঘুরে প্রকল্পটির কাজের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসকে অবগতি করেন। জেলা প্রশাসক গৃহ নির্মাণ কার্যক্রম বেগবান করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।