প্রতিপক্ষের কুড়ালের আঘাতে যুবক আহত: গ্রেফতার-২

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে আবাদি জমি থেকে মাটি উত্তোলন করার সময় জমির মালিক বাঁধা প্রদান করায় প্রতিপক্ষের কুড়াল, লাঠিসোঁটা ও কোদালের কোপে সোলায়মান আলী নামক এক যুবক গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার, জোতবানী ইউপির চতুরপুর গ্রামের মৃত্যু হযরত আলীর ছেলে ফিরোজ খাঁন ও তার ছেলে তফিকুল ইসলাম (বিশা)।

আহত যুবক সোলায়মান আলী (২৭) উপজেলার জোতবানি ইউপি’র চতুরপুর গ্রামের আব্দুল কাফীর ছেলে।

থানায় এজাহার ও বাদীর বক্তব্য সূত্রে জানা যায়, সোমবার (২১ ডিসেম্বর) সকালে প্রতিবেশি ফিরোজ
পূর্বপরিকল্পিত ভাবে তার ভাই হবিবর, কুদ্দুস, এনামুল, মোয়াজ্জেম ও তাদের ছেলে সোহেল, তফিকুল ইসলাম বিশা, হামিদুল, রায়হান, লিমন ও পাশ্ববর্তী কসবা সাগরপুর গ্রামের বাচ্চু মিয়াসহ অজ্ঞাত বেশ কয়েকজন যুবককে সাথে নিয়ে আব্দুল কাফীর আবাদি জমি থেকে মাটি উত্তোলন করে নিয়ে যেতে থাকে। এসময় কাফীর ছোট ছেলে সোলায়মান তাদের বাঁধা প্রদান করে। কিন্তু বাঁধা উপেক্ষা করে প্রতিপক্ষগন সোলায়মানকে হত্যার উদ্দেশ্যে কুড়াল, লাঠি ও কোদাল দিয়ে মাথায় এবং কপালে আঘাত করে গুরুতর রক্তাক্ত অবস্থায় মৃত্যু ভেবে পালিয়ে যায়। সংবাদ পেয়ে আব্দুল কাফী স্থানীয়দের সহায়তায় সোলায়মানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এঘটনায় থানায় মামলা (নং১৯.২০২০) দায়ের পূর্বক গভীররাত্র পর্যন্ত সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বাঁকী আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের দিনাজপুর কোর্টে প্রেরন করা হয়েছে।