রিজওয়ানের ব্যাটে সম্মান বাঁচালো পাকিস্তান

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ আগেই খুইয়েছিলো পাকিস্তান। শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নেমেছিল তারা। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ৪ উইকেটে জয় পেয়েছে শাদাব খানের দল।

নেপিয়ারের ম্যাক লিন পার্কে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। মার্টিন গাপটিল ও টিম সেইফার্টের ব্যাটে শুরুটা ভালো করে তারা। তবে হঠাৎ করেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

এমতাবস্থায় ৫১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ করেন কনওয়ে। এছাড়া সেইফার্ট ৩৫ ও ফিলিপস ৩১ রান করেন। অন্যদের ক্ষুদ্র অবদানে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। এছাড়া শাহিন আফ্রিদি ও হারিস রউফ দুটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে দ্রুতই ফিরে যান হায়দার আলী। তবে মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন রিজওয়ান। সাজঘরে ফেরার আগে হাফিজ করেন ৪১ রান। তবে তিনি আউট হওয়ার পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন অন্যরা।

এমতাবস্থায় এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন রিজওয়ান। দলের জয় প্রায় নিশ্চিত, এমন সময়ে ৮৯ করে আউট হন তিনি। দুই বল বাকি থাকতে ইফতিখার আহমেদের ছক্কায় পাকিস্তানের জয় নিশ্চিত হয়।

ব্ল্যাকক্যাপসদের হয়ে টিম সাউদি ও স্কট কুগগেলিন দুটি এবং কাইল জেমিসন ও জিমি নিশাম একটি করে উইকেট নেন।