বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি এডওয়ার্ড কলেজে প্রতিবাদ সভা ও মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদ। কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভা এবং কলেজ গেট প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রফেসর ড. পরিতোষ কুমার কুন্ডু, ড. আমিনুল হক, সহযোগী অধ্যাপক এ.কে.এম. শওকত আলী খান প্রমূখ। প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন একক ব্যক্তি, গোষ্ঠি, সম্প্রদায় ও দলের নন, তিনি সমগ্র দেশ ও জাতির। তাই তাকে নিয়ে বিরোধিতা করা রাস্ট্রদ্রোহিতার শামিল। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অনাহুত বিতর্ক সৃষ্টি বর্তমানে দেশে চলমান উন্নয়নের ধারাকে ব্যাহত করারই চক্রান্ত।’ এছাড়াও শনিবার বেলা ১০টায় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ পাবনা জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করে। এসময় বক্তব্যকালে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সাংবিধানিক বিষয়। জাতির পিতার সম্মান রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এই সম্মানটি রক্ষা করার জন্য আমরা সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ বাংলাদেশের সকল মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’ Share this:FacebookX Related posts: বিজয়নগরে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন পুলিশের বিরুদ্ধে ‘গ্রেপ্তার বানিজ্যে’র অভিযোগে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে মানববন্ধন তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাগপার মানববন্ধন ব্যবসায়ীর ওপর হামলা, জলঢাকায় মানববন্ধন ধর্মপাশায় হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন শিক্ষার্থী নয়নকে নৃশংশভাবে হত্যার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রতিবাদবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি এডওয়ার্ড কলেজেমানববন্ধনসভা ও