পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাগপার মানববন্ধন

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পঞ্চগড় জেলা শাখা।১৫ নভেম্বর (রবিবার) দুপুরে জেলা শহরের সিনেমা রোডে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মাননবন্ধন কর্মসূচিতে জেলা জাগপাথর সভাপতি আনসার আলী, জাগপা ও যুব জাগপা’র শাহরিয়ার রহমান বিপ্লব, কামাল হোসেন, আব্দুল খালেক, হাবিবুর রহমান হাবিব, পরিমল মোদক, মোবাশ্বের রাশেদিন, আনারুল ইসলাম, সেলিম হোসেন, মকসেদ আলী, বাবুল হোসেন, কামরুজ্জামান কুয়েত প্রমুখ বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেশাজীবী মানুষের বিশেষ করে শ্রমিক শ্রেণির জীবন দূর্বীসহ হয়ে পড়েছে। ডাল-ভাত খাওয়ার মত অবস্থা এখন আর তাদের নেই।সিন্ডিকেটের দ্বারা বাজার নিয়ন্ত্রিত হচ্ছে এবং ইচ্ছেমত পণ্যের মূল্য বৃদ্ধি করে সাধারন জনগণকে যাতাকলে পিষে মারছে।

এসময় চাল-ডাল-তেল, আলু, পেঁয়াজ, মরিচসহ সকল কৃষি পণ্যের দাম কমাতে এবং সিন্ডিকেটের কালো হাত থেকে দেশকে বাঁচাতে সরকারের প্রতি আহবান জানানো হয়।