হালুয়াঘাটে হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় ১৯৭১ সালের এই দিন হালুয়াঘাটের আকাশে বাতাসে উড়ে লাল সবুজের পতাকা।

এ উপলক্ষ্যে ৭ই ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন ,উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয় । মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ কোর্ট ভবন চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বৎসরের ন্যায় যথাযোগ্য মর্যদায় হালুয়াঘাটে হানাদার মুক্ত দিবস পালিত হয়।

উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, আমান উল্লাহ,মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ,অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহামুদুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক নাজিম উদ্দনসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্ধ,মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।