পঞ্চগড়ে ১০ রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের বোদা উপজেলায় নোংরা পরিবেশ ও মানসম্মত খাবার না থাকায় ১০ হোটেল ও রেস্টুরেন্টকে ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বোদা উপজেলার পৌর বাজারের বিভিন্ন হোটেলে ও রেস্টুরেন্টে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মােঃ সোলেমান আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনার এই সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ আসে। এরই পরিপ্রেক্ষিতে দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ১০টি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মােঃ সোলেমান আলী জানান, “ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করা হয়। এবং জনগণকে সচেতন করতে সকাল থেকে মাইকিং করা হয় উপজেলা জুরে।”