ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকারীচক্রের ০৭ জন সক্রিয় সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ ১। “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ,মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । ২। ময়মনসিংহ জেলারবিভিন্নএলাকায়একটিসংঘবদ্ধ প্রতারকচক্রপ্রতারণারমাধ্যমে স্বর্ণ সদৃশনকল স্বর্ণেরবারব্যবহারকরেদীর্ঘদিনযাবৎসুকৌশলেনিরীহমানুষকেপ্রলোভন দেখিয়েবিপুলপরিমাণ অর্থ ও স্বর্ণালংকারহাতিয়ে নেওয়ারবিষয়েগত ১২/১১/২০২০খ্রিঃ তারিখএকটিঅভিযোগপাওয়াযায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১৪ এরআভিযানিক দল ছায়াতদন্তপূর্বকঘটনারপ্রাথমিকসত্যতানিশ্চিতকরেন। ঘটনারপ্রাথমিক তদন্তেনিশ্চিতহওয়াযায় যে, উক্ত চক্রটিময়মনসিংহ জেলাসহআশপাশেরবিভিন্নএলাকায়সহজসরলনিরীহমানুষদেরকেজালিয়াতিরমাধ্যমে নকল স্বর্ণেরবারআসল স্বর্ণ হিসেবে উপস্থাপনকরেতাদের নিকট থেকে আসল স্বর্ণ হাতিয়ে নেয়াসহ মোটা অঙ্কের টাকাআত্মসাৎকরেআসছে । এরইধারাবাহিকতায় গত ১৮/১১/২০২০খ্রিঃ তারিখরাত০১.১৫ঘটিকারসময় র্যাব-১৪, ময়মনসিংহএরএকটিআভিযানিক দল গোপনসংবাদের ভিত্তিতেময়মনসিংহ জেলারবিভিন্নএলাকায়অভিযানপরিচালনাকরেসংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য১। মোঃরুবেলমিয়া (৩০), পিতা- মৃতমিলনমিয়া, সাং- দ্বিতপুর, থানা- ঈশ্বরগঞ্জ, ২। মোঃশিপন (২৮), পিতা- মোঃহাসিমউদ্দিন, সাং-সাধুরগোলা, থানা- ঈশ্বরগঞ্জ, ৩। আমিনুলইসলাম (২৫), পিতা- শামসুলআলম, সাং- খইয়েরচালা, থানা- ফুলবাড়ীয়া, ৪। আব্দুররশীদ (৩৫), পিতা- মোতালেব, সাং- খইয়েরচালা, থানা- ফুলবাড়ীয়া, সর্বজেলা- ময়মনসিংহদের গ্রেফতারকরতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে সাক্ষীদের উপস্থিতিতে ১। স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের বার ১০ টি, ২। স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের হাতলযুক্ত চামচ ০২ টি, ৩। স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের হাতল ছাড়া চামচ ০১ টি, ৪। পপ্লাল মেটাল পলিশ ০১ টি, ৫। হাতলসহ এক্স ব্লেড ০১ টি, ৬। ড্রিল মেশিন ০১ টি, ৭। সিএনজি অটোরিক্সা ০১টি, ০৮। মোবাইল ০৫ টি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হতে ১৮/১১/২০২০ ইং তারিখ সকাল অনুমান ০৬.৪৫ ঘটিকায় সংঘবদ্ধ চক্রের সদস্য৫। মোঃ মোশাররফ হোসেন (৩২), পিতা- মৃতআব্দুলছাত্তার, সাং- চরলক্ষীপুর, থানা-কোতোয়ালী, ৬। সাইফুল (৩৫), পিতা- হাসিমউদ্দিন, সাং- চর ঈশ্বরদিয়া (মেরীআগলাকান্দাপাড়া), থানা- কোতোয়ালী, ৭। মোঃরাব্বিলহাসান (২৫), পিতা- মৃতরিয়াজউদ্দিন, সাং- চরলক্ষীপুর, থানা- কোতোয়ালী, সর্বজেলা- ময়মনসিংহদের গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীগণ উক্ত ঘটনারবিষয়েপ্রাথমিকভাবেস্বীকারোক্তি প্রদানকরেছেন। ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণজনগণের সাথে প্রতারণাকরেআসছিল । এই সমস্ত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ৪। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগকার্যক্রম প্রক্রিয়াধীন। Share this:FacebookX Related posts: ফেনীতে তালিকাভূক্ত আসামি বুলি আটক বাগাতিপাড়ায় ২দিনে ৫ ব্যাবসায়ীসহ আটক গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক ১৩ বছর পর সেই খলিল আটক ঝালকাঠির শীতলপাটি সমবায় সমিতির সদস্যদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক আত্রাই থানা পুলিশের অভিযানে ৮জুয়াড়ি আটক আমদানিকারক লাল্টু পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনায় বেনাপোলে পণ্যবাহী ট্রাক আটক গাজীপুরে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: ০৭ জন সক্রিয়আটকময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকারীচক্রেরসদস্য