চাঁপাইনবাবগঞ্জে মাস্কের দাম বেশি নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২টি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উর্ত্তীণ মালামাল রাখা ও বেশি দামে মাস্ক বিক্রির অভিযোগে পৃথক ২টি অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, শান্তিমোড়ে নেহাল মুদি স্টোরে মেয়াদহীন মালামাল ও বেশি দামে মাস্ক বিক্রি করার অপরাধে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ জরিমানা করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদিকে বুধবার বেলা ১১ টার দিকে শহরের নীমতলা মোড়ে কিরণ ফার্মেসী কে চড়া মূল্যে মাক্স বিক্রির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।