অবৈধভাবে চাল মজুদ রাখায় আ.লীগ নেতাকে জরিমানা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

অনলাইন ডেস্ক ; অতিরিক্ত চাল বাড়িতে মজুদ রাখার দায়ে সিরাজগঞ্জের শাহাজাদপুরে চালের ডিলার ফজলুল হককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফজলুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার বাড়িতে রাখা ৮০ বস্তা চালও জব্দ করা হয়। ফজলুল হক শাহাজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেনের নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমানও এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন।

শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেন জানান, আমরা জানতে পারি করোনা পরিস্থিতিতে অতিরিক্ত মুনাফার আশায় চাল কালোবাজারে বিক্রির উদ্দ্যেশে অবৈধভাবে মজুদ রাখা হয়েছে এর পরে তার বাড়িতে অবৈধ ভাবে রাখা ৮০ বস্তা চাল পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।

অবৈধভাবে মজুদ রাখার দায়ে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর (৬) ধারায় ফজলুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার নিয়ন্ত্রণে রাখা ৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে।