ইলিশের প্রজনন মৌসুমে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ অনলাইন ডেস্ক : ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করতে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। আগামী ১৪ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে। এ সময় জেলে পরিবারগুলো ভিজিএফের আওতায় ২০ কেজি করে চাল পেয়ে থাকে। তবে ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণের টাকা পরিশোধের চাপ থাকে তাদের ওপর। তাই দেনা থেকে বাঁচতে বাধ্য হয়ে মাছ শিকারে নামেন অনেকেই। ফলে প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞা সফল হয় না। এ কারণে অবরোধের এই ২২ দিন ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন উপকূলের জেলেরা। ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে গিয়ে কথা হয় মৎস্যজীবী আমীরুল ইসলাম, কামাল, বাবুল, নুরু, কাদের মাঝিসহ অনেকের সঙ্গে। তারা বলেন, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নেই। সেই টাকা দিয়ে জাল ও নৌকা তৈরি করি। মাছ বিক্রি করে সেই ঋণের টাকা পরিশোধ করা হয়। অবরোধের সময় জেলেরা বেকার থাকে। এ সময় জেলে পরিবারের সদস্যদের অর্ধাহারে-অনাহারে কাটাতে হয়। অন্যদিকে ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে চাপ দেয়া হয় তাদের ওপর। কিস্তি পরিশোধ করতে না পারলে চলে মানষিক নির্যাতন। তাই বাধ্য হয়ে অনেকেই মাছ শিকারে যায়। সামরাজ মাছ ঘাট এলাকার জেলে সুমন বলেন, ‘সঠিক সময় কিস্তি পরিশোধ করতে না পারলে পরবর্তীতে ঋণ জুটবে না। আর ঋণ নিতে গেলেও অনেক ঝামেলায় পড়তে হয়। সুদ ও কিস্তির কারণে সংসারে অশান্তি লেগে থাকে। কাজেই বাধ্য হয়ে মাছ শিকারে যেতে হয়।’ চরমাদ্রাজ এলাকার সাবেক চেয়ারম্যান শাহিন মালতিয়া বলেন, ‘সরকারের উচিৎ জলেদের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করা। তারা যেন হয়রানি ছাড়া ঋণ পায় তার ব্যবস্থা করা।’ চর কুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেম মহাজন বলেন, ‘নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি আদায় বন্ধ রাখা উচিৎ। এ সময় জেলেরা দেনা থেকে বাঁচতে মাছ শিকারে নামে। ফলে নিষেধাজ্ঞা সফল হয় না।’ Share this:FacebookX Related posts: বঙ্গবন্ধুই বাংলার মনুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন- আমু কলাপাড়ায় খাল ভরাট করায় একজনের দুই মাসের কারাদণ্ড ভোলায় উদ্ধার হওয়া বন বিড়াল অবমুক্ত ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসকের প্রস্তুতি সভা দৌলতখানে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট বাউফলে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু মির্জাগঞ্জে আ.লীগের অফিস ভাংচুর, গ্রেফতার -৩ স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: ইলিশের প্রজনন মৌসুমেঋণের কিস্তি আদায়বন্ধ রাখার দাবি