স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীতে নবজাতক জন্মের ৮ দিন পর স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী হাসপাতালের গাইনী বিভাগে স্ত্রী কলি বেগমের (২০) মৃত্যু হয়। খবর শুনে হাসপাতালের মসজিদ গেটে স্বামী গোলাম মস্তফার (৩০) মৃত্যু হয়।
মৃত স্বামী স্ত্রীর বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে।

এদিকে স্বামী স্ত্রীর মৃত্যুতে স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠছে পুরো গ্রামের পরিবেশ।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের ৬ তারিখ পৌর শহরের বায়ো ক্লিনিকে কলি বেগম একটি পুত্র সন্তান প্রসব করেন। সেখান থেকে গত সোমবার তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরে গতকাল রাতে কলি বেগম গুরুতর অসুস্থ হয়ে পরলে সকালে তাকে পটুয়াখালী হাসপাতালের গাইনী ওয়ার্ডে নিয়ে আসা হয়। পরে স্বামী মস্তফা স্ত্রীর জন্য হাসপাতালের গেটে ঔষধ আনতে যায়। এসময় স্ত্রীর মৃত্যু হলে সংবাদ পেয়ে স্বামী মস্তফা হাসপাতালের গেটেই জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পটুয়াখালী হাসপাতালের সহকারী পরিচালক ডা. লোকমান হাকিম জানান, স্ত্রী কলি বেগমকে হাসপাতালে নিয়ে আসার পরপরই মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে হাসপাতাল গেটে স্বামী মস্তফার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।