রাজধানীতে মানবপাচার চক্রের মূলহোতাসহ আটক ৩

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্টন এলাকা থেকে মানবপাচার চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার সকালে মুঠোফোন বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাবের গণমাধ্যম শাখা।

মুঠোফোন বার্তায় জানানো হয়, অভিযানে রাজধানীর পল্টন এলাকা থেকে অবৈধ ভাবে ভিয়েতনামে গিয়ে আটকে পড়া ২৭ জন এবং ভিয়েতনাম থেকে ১১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর সঙ্গে জড়িত পাচার চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট উদ্ধার হয়।

এ ব্যাপারে দুপুরে কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনের বিস্তারিত জানানোর কথা রয়েছে।