রাজধানীতে চার ছিনতাইকারীকে আটক

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-১০। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলো, আব্দুর রাজ্জাক (২২), সুরুজ মিয়া (২৫), মোঃ দুখু মিয়া (১৯) ও আব্দুর রহমান (১৯)।
বুধবার র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি -১) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এতথ্য নিশ্চিত করেন। এ সময় তাদের নিকট হতে চারটি চাকু ও ৮ টি ব্লেড ও ১ হাজার ১৭৫ টাকা জব্দ করা হয়।

তিনি জানান, মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে চার ছিনতাইকারী আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।