দুমকিতে গাঁজাসহ গ্রেপ্তার-২

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

পটুয়াখলী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০.২০ মিনিটের সময় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকা থেকে অভিযান চালিয়ে মোঃ আল আমিন হাওলাদার (২১) ও মোঃ সজল মৃধা (২২) নামে দুইজন কে গ্রেফতার করা হয়।

আল আমিন শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ সোবহান হাওলাদারের ছেলে এবং সজল মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ
খালেক মৃধার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০.২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এস আই মোঃ কামরুল সহ সংগীয় ফোর্স বোর্ড অফিস বাজার থেকে মোঃ আল আমিন কে ২০ গ্রাম গাঁজা সহ গেফতার করা হয়। পরে রাত ১১.৩০ মিনিটের সময় বিশেষ অভিযান চালিয়ে মোঃ সজল মৃধা কে নিজ বসত ঘরে তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।