চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক ১২

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে ; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১২ জনকে আটক করেছে। গ্রেপ্তারকৃত আসামীরা সদর উপজেলার বিভিন্ন জায়গার।

ভ্রাম্যমাণ আদালত ১২ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করেন। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন এর নির্দেশনায় ও পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়।

পরে ভ্রাম্যমাণ আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। শুক্রবার অভিযানটি পরিচালনা করা হয়। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মো. আনিছুর রহমান খাঁন।