গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিঁখা গ্রামে (২৯ আগস্ট) শনিবার সকালে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

জানা গেছে উল্লেখিত গ্রামের আব্দুল সোবাহানের মেঝো ছেলে বাদশা মিয়া (২৭) ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তার অটো রিক্সাটিতে চার্জ দিতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়। সাথে সাথে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে বাদশা মিয়া ৭ ভাইয়ের মাঝে মোঝো ছেলে।

সে অটো চালিয়ে সংসার চালাতো। মৃত্যুকালে সে ছোট ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।