ভালুকায় বাস প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৬ জন নিহত

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ একই পরিবারের শিশুসহ ৬ জন নিহত হয়েছে। নিহতদের মাঝে এক শিশু, ৩ নারী ও ২ জন পুরুষ। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮ টার সময় ভালুকা সরকারী ডিগ্রী কলেজের সামনে। ফায়ার সার্ভিস, মডেল থানা ও হাইওয়ে পুলিশ এক ঘন্টা চেষ্টা করে নিহতদেরকে উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনার সময় ভালুকা সরকারী ডিগ্রী কলেজের সামনে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার ভালুকার দিকে ইউটার্ন নেয়ার সময় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস প্রাইভেটকারটির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচরে প্রাইভেটকারে থাকা চালকসহ ৬ জন নিহত হন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী প্রাইভেটকারটির বিভিন্ন অংশ কেটে এক ঘন্টা চেষ্টা করে নিহতদের লাশ উদ্ধার করেন।
dainik somoy sangbad
এ সময় মহাসড়কের এক পাশে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনায় নিহতরা হলেন- গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টম্যান্ট এলাকার মোহাম্মদ আলীর ছেলে চালক মনির(৪৫), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের আব্দুছ ছালামের ছেলে বিল¬াল হোসেন (৪০), গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের আব্দুল করিমের স্ত্রী হাসিনা (৩০), ছেলে হাসিবুল (৮), বোন নাজমা (২৬), মা জান্নাতি (৬০), বিল¬াল (৩৫) নিহতরা প্রাইভেটকার যোগে ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের শিমুলিয়া বাজার এলাকায় বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল¬াহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জন বাস যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং প্রাইভেটকারের ৬ যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করি।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঈমাম পরিবহনের একটি বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশু দুই নারীসহ ৬ জন নিহত হয়েছেন। বাসের চালক পলাতক রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।