হালুয়াঘাটে শিশুসহ একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৮ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে একই পরিবারের ৬ বছরের এক শিশুসহ ৩জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। শনিবার (১৬মে) রাত ১০টায় নতুন করে একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ। এর পুর্বে স্বাস্থ্য কমপ্লেক্স এর এক জন মহিলা ও একজন পুরুষ মেডিকেল অফিসার ও একজন এমএলএস সহ একজন পুরুষ আক্রান্ত হয়ে ছিলেন। এছাড়াও গত ১৬ এপ্রিল অত্র উপজেলায় প্রথম এক যুবক করোনায় আক্রান্ত হয়। এ পর্যন্ত অত্র উপজেলায় ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারমধ্যে দুইজন মেডিকেল অফিসার সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, অত্র উপজেলায় সর্বপ্রথম এক যুব পরে দুইজন মেডিকেল অফিসার এবং পরে একজন এমএলএস সহ পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে একই পরিবারের ৬ বছরের এক শিশুসহ তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রায় ১৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে ৮জনের করোনা ভাইরাস সনাক্ত হয়। সম্প্রতি আক্রান্ত দুইজন মেডিকেল অফিসার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্ত দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। একজন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। নতুন করে একই পরিবারের তিন জনকে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। করোনা টেষ্টে পজেটিভ আসলেও সকলেই সুস্থ আছেন বলে তিনি জানান। তিনি আরও জানান, একই পরিবারের তিনজন সম্প্রতি গাজীপুরের কোনা বাড়ি থেকে নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল গ্রামের নিজ বাড়িতে এসে ছিলেন। গতকাল পরিক্ষার পর তাদের রিপোট পজেটিভ আসে। আক্রান্তদের মাঝে একজন ৬ বছরের শিশু অপর দুইজনের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে আরো একজন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২৬ হালুয়াঘাটে করোনায় আক্রান্ত কৃষি কর্মকর্তাসহ সুস্থ্য ২৭,মোট আক্রান্ত ৫৮ ভালুকায় বাস প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৬ জন নিহত হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে একদিনে করোনায় আক্রান্ত-৯, মোট আক্রান্ত ১৯ হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ হালুয়াঘাটে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত,ঘাতক আটক হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত হালুয়াঘাটে এক সন্তানের জননীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা ময়মনসিংহে বাসের চাপায় সড়কে ঝরলো শিশুসহ ৭ জনের প্রাণ হালুয়াঘাটে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩ জনএকই পরিবারেরকরোনায় আক্রান্তমোট আক্রান্ত ৮শিশুসহহালুয়াঘাটে