হালুয়াঘাটে ৮০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
হালুয়াঘাটে ৮০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪, ব্যাটাঃ সদর দপ্তর, কর্তৃক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন শাকুয়াই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ-২৬,৮৯০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গত ১৩ আগস্ট ২০২০ ইং তারিখ ১৮.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন শাকুয়াই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ-২৬,৮৯০/- (ছাব্বিশ হাজার আটশত নব্বই) টাকাসহ আসামী মোঃ সুরুজ আলী (৬৫), পিতা- মৃত আতর আলী, সাং- ভাট্টা নয়াপাড়া, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।