নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মান্দা উপজেলায় নৌকাডুবিতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার বিকেলে উপজেলার চক-কসবা বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের আবদুল মজিদ (৬০) ও তার ভাই রইছ উদ্দিন (৫৫)। আহতরা হলেন, চকদেবীরাম গ্রামের আব্দুর রশিদ (৫০), আব্দুল মান্নান (৪৬), ভুদু মিয়া (৩৮) ও অন্তর (১৮)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য একটি ডিঙ্গি নৌকা করে মান্দা চকদেবীরাম গ্রামের আব্দুল মজিদ ও তার ভাই রইছ উদ্দিন গ্রামের আরও চার ব্যক্তির সঙ্গে রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর বিলে যাচ্ছিলেন। যাওয়ার পথে চক-কসবা বিলে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি বিলের মাঝে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন আব্দুর রশিদ, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তরকে আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আব্দুল মজিদ ও তার ভাই রইছ উদ্দিন বিলের পানিতে ডুবে যান। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর আব্দুল মজিদের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে সন্ধ্যায় মান্দা ও রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তল্লাশি চালিয়ে রইছ উদ্দিনের লাশ উদ্ধার করে। মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, নৌকাডুবির ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা দুই ভাই। এ ঘটনায় আহত চার ব্যক্তি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। Share this:FacebookX Related posts: নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু নওগাঁয় বাম গনতান্ত্রিক জোট ও বিএনপির বিক্ষোভ সমাবেশ জয়পুরহাটে আরও ৪ জন করোনা আক্রান্ত আত্রাইয়ে কৃষকের ধান কেটে বাড়ি পোঁছে দিল ছাত্রদল পাবনা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের মানববন্ধন আধুনিক সভ্যতার ছোঁয়ায় বিলুপ্তির পথে প্রতীক ধানের গোলা জয়পুরহাটে নতুন করে করোনা আক্রান্ত ৪৬ জন আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় SHARES Matched Content দেশের খবর বিষয়: দুই ভাইয়ের মৃত্যুনৌকা ডুবে