নওগাঁয় বাম গনতান্ত্রিক জোট ও বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নাজমুল হক নাহিদ,নওগাঁ : ৩০ ডিসেম্বর নির্বাচনের এক বছর পুর্তি ও গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হঠানোর দাবীতে নওগাঁয় বাম গনতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আদালত চত্বর থেকে একটি কাল পতাকাসহ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও অধ্যাপক ডাঃ এস,এম ফজলুর রহমান, সিপিবির জেলা সভাপতি এ্যাডঃ মহসিন রেজা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলসহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবিলম্বে ভোট ডাকাতির সংসদ ও সরকারের পদত্যাগ, গনতান্ত্রিক পরিবেশের সুষ্ঠ নির্বাচন দেয়ার এবং ভোটাধিকার সংগ্রাম জোরদারের দাবী জানান। অপর দিকে গনতন্ত্র হত্যা দিবস ও বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ রফিকুল আলমসহ অঙ্গ ও সগযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

গোবিন্দপুর স্কুলে ভবন পেয়ে শিক্ষার্থীদের মাঝে খুশির ঝিলিক