জয়পুরহাটে নতুন করে করোনা আক্রান্ত ৪৬ জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাট জেলায় নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫৮ জনে। সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা রোববার সকালে এ তথ্য জানান। জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো ১৭৭ জনের নমুনার পরীক্ষার ফলাফল আসে। এরমধ্যে ৪৬ জনের রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৭৫৮ জন। করোনা যুদ্ধে জয়লাভ করায় এ পর্যন্ত জেলায় করোনা মুক্ত হয়েছেন ৫৭২ জন। জেলা প্রশাসকের কন্ট্রোল রুম সূত্র জানায়, গত ১৬ এপ্রিল জয়পুরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ১ আগষ্ট পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ৭১২ জন। নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগী দাঁড়ালো ৭৫৮ জনে। করোনা যুদ্ধে জয়লাভ করায় এ পর্যন্ত জেলায় মুক্ত ঘোষনা করা হয়েছে ৫৭২ জনকে। জয়পুরহাট জেলায় এ পর্যন্ত মোট করোনা পরিক্ষা করা হয় ৯ হাজার ৪ শ ৪৭ জনের। এরমধ্যে পজেটিভ শনাক্ত হয় ৭৫৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন চার জন। আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের বর্তমানে শারীরিক অবস্থা ভাল বলে জানান, সিভিল সার্জন ডা: সেলিম মিঞা। Share this:FacebookX Related posts: নওগাঁ ও জয়পুরহাটে ব্রাকের ৪৩২ জন অস্বচ্ছলদের মধ্যে অর্থ বিতরণ জয়পুরহাটে আরও ৪ জনের করোনা সনাক্ত জয়পুরহাটে শুরু হয়েছে ঈদের কেনাকাটা, মানছে না দূরত্ব জয়পুরহাটে আরও ৪ জন করোনা আক্রান্ত জয়পুরহাটে সুবিধাবঞ্চিত প্রবীণদের মাঝে ভাতা বিতরণ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে যুবদলের থানা ও পৌর আহবায়ক কমিটি ঘোষণা জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত জয়পুরহাটে বিএসএফকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় বিজিবির জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ নারী আটক জয়পুরহাটে ছাত্রদল নেতা গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা আক্রান্ত ৪৬ জনজয়পুরহাটেনতুন করে