কাউখালীর ইউএনও’র করোনা জয়

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : করোনাকে জয় করলেন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। বুধবার রাতে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।

গত ১২ জুলাই তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।

এ বিষয়ে মুঠোফোনে ইউএনও বলেন, গত ০৯ জুলাই (বৃহস্পতিবার) মাথা ব্যথা, জ্বর, শুকনো কাশি ছাড়া তেমন কোন উপসর্গ ছিল না। ১০ জুলাই আমার নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছিল। ১২ জুলাই রোববার রাতে করোনা পজিটিভের কথা জানানো হয়। তবে আমার মেয়ের (১২) নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন, পরিবারসহ স্বজন আর শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা আর ভালোবাসায় তিনি করোনাকে জয় করেছেন।