আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার বলেছেন, ‘নিহতদের মধ্যে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।’ তিনি বলেন, ‘খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।’ তবে নিহত বাকি ৩৭ জনের মধ্যে কতজন বেসামরিক নাগরিক রয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি। হেরাতের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ৬ তালেবান নেতাকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বেসামরিক নাগরিকরা কাছাকাছি একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন। আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৮৮০টি ঘটনায় ১ হাজার ২১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ জন। সূত্র, আল জাজিরা। Related posts: আফগানিস্তানে তালেবানদের হামলায় দুই মার্কিন সেনা নিহত ভুলবশত বিমান ভূপাতিত, ইরানে বিক্ষোভ ইরানে বিমান বিধ্বস্তে ট্রাম্পকে দায়ী করলেন ট্রুডো ১৭৯ যাত্রীবাহী বিমান ভূপাতিত করার দায় স্বীকার ইরানের হলি আর্টিজান হামলার ৪ বছর, সেদিন যা ঘটেছিল ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাঁচ জেলায় ১২ ঘণ্টায় সড়কে ঝরলো ২১ তাজাপ্রাণ লাদাখ সীমান্তে চীন-ভারত ভয়াবহ সংঘর্ষ: ২০ ভারতীয় সেনা নিহত ইরানের হামলায় ১১ মার্কিন সেনা আহত সতর্কতায় ইসরায়েলি সেনারা, সফর ছেঁটে দেশে ফিরছেন নেতানিয়াহু ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন নিহত: ইরান ঢাকা ছাড়লেন ১০৯ জন জাপানি নাগরিক SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আফগানিস্তানেনিহত ৪৫বিমান হামলায়