বিরামপুরে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধার, আটক-৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: মাসখানেক আগে থেকে ব্যাটারিচালিত অটো চুরির পরিকল্পনা করে চক্রটি। চুরি করতে এসে মিলের দরজার চাবি না দেওয়ায় মিলে থাকা নছির উদ্দিনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে তারা। পরে নছির উদ্দিন অজ্ঞান হয়ে পড়লে তার পরনের লুঙ্গি দিয়ে হাত-পা বেঁধে শাখা যমুনা নদীর পাড়ে ফেলে রেখে দুটো অটো নিয়ে পালিয়ে যায় খুনিরা। এভাবেই দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউপি’র হরিহরপুর গ্রামের নছির উদ্দিন (৬৫) কে হত্যা করে অটো চুরির ঘটনার বর্ণনা দেয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি। এই হত্যাকাণ্ডে সহযোগিতা কারায় আরো তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বিষয়গুলো নিশ্চিত করেছেন। হত্যায় সরাসরি জড়িতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর দরগাপাড়ার কফুল উদ্দিনের ছেলে মো. মোজাহার হোসেন (৪২) এবং ফুলবাড়ি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আবুল হোসেন ওরফে সায়েদ আলীর ছেলে মো. এবাদত হোসেন ছোটন (২৫)। ছোটন নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ কাজীপাড়া (ধরের পাড়া) এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন। হত্যার সহযোগিতা করার অপরাধে রংপুর বদরগঞ্জ উপজেলার মোকছেদপুর ফাঠকের ডাঙ্গা এলাকার মজিবুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩২) একই উপজেলার মোসলমারি গাছুয়াপাড়া এলাকার আব্দুর রশিদ মন্ডলের ছেলে জিয়াউর রহমান বাবু এবং রংপুর গঙ্গাচড়া উপজেলার পাকুড়িয়া শরিফ এলাকার বাবর আলীর ছেলে মোস্তাফা ওরফে মোস্ত (৫৫) কে আটক করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, নছির উদ্দিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিষয়ে দিনাজপুর আমলী আদালত ৬ এর জ্যেষ্ঠ বিচারক মো. রাশেদুল আমিন এর নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটক মো. মোজাহার হোসেন (৪২) ও মো. এবাদত হোসেন ছোটন (২৫)। ওসি আরো বলেন, চুরি হওয়া দুটো অটোর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। অন্য অটোটিও উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। Share this:FacebookX Related posts: বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত বিরামপুরে নয় জুয়াড়ির ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড বিরামপুরে মুদির দোকানে যৌন উত্তেজক সিরাপ: চার ব্যাবসায়ীর জরিমানা বিরামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধে বিরামপুরে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ বিরামপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত বিরামপুরে চাল আত্মসাতের অভিযোগে ম্যানেজার আটক, ডিলার পলাতক বিরামপুরে ১৮০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার বিরামপুরে করোনা আক্রান্ত রোগীর ধান কেটে দিল ছাত্রলীগ বিরামপুরে খেলা করার সময়, পুকুরে ডুবে শিশুর মৃত্যু কাউনিয়ায় জুয়ার সরঞ্জামসহ আটক-৫ বিরামপুরে ইউপি সদস্যসহ গ্রেফতার ১৩ SHARES Matched Content দেশের খবর বিষয়: অটোচার্জার উদ্ধারআটক ৫ছিনতাই হওয়াবিরামপুরে