বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

অনলাইন ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দাশেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ তালুকদার (৮২) ওই গ্রামের মেছের আলী তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রশিদ তালুকদার দাশেরকাঠী নিজ বাড়ির পাশে বাগান পরিষ্কার করছিলেন। এ সময় বাগানের একটি বাশঁ কাটতে গেলে বাগানের ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে সঙ্গে অসাবধানতাবশত বাশঁ লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।