পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রসহ দু’জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার সোনাহার ক্লাবগঞ্জ এলাকার ইমান আলীর ছেলে রিপন ইসলাম (১৮) ও বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে রনি ইসলাম (১২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার নিজেদের বোরো জমিতে সেচ দিতে যায় রিপন। এ সময় সেচ পাম্পের বিদ্যুতের তারে স্পর্শে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন স্থানীয় একটি বাজারে ফলমূলের দোকান করতেন।

এদিকে, বোদা উপজেলার নলেহাপাড়া এলাকায় নিজ ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রনি ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রনি স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।