পঞ্চগড়-ঢাকা রুটে দু’মাস পর চালু হলো পঞ্চগড় এক্সপ্রেস

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে ছিল দীর্ঘ দু’মাসেরও বেশী সময়। দীর্ঘ ৬৬ দিন পর পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে চালু হলো আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস।

৩১মে (রোববার) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস। এসময় ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাক্স ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠানো হয়। এর আগে ট্রেনের সবকটি কোচ জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিচ্ছন্ন করা হয়।

আপাতত স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ থাকায় এবং শুধু অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করায় যাত্রীদের অসুবিধার সমূক্ষীণ হতে হচ্ছে। তবে অনলাইনের বিক্রি করায় টিকিট কালোবাজারি রোধ হয়েছে।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, পঞ্চগড় থেকে ছয়টি ট্রেন নিয়মিত চলাচল করলেও বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পঞ্চগড়-ঢাকা রুটে একটি ট্রেন চালু করা হয়েছে। পরিস্থিতি ভাল হলে পরবর্তীতে বাকী রুটেও নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।