পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মৌমাছির কামড়ে ভগলু মোহাম্মদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত ভগলু মোহাম্মদ উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মৃত নুদু মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, ভগলু মোহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মৌমাছি উড়ে এসে তাকে কামড় দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়ারা দেখলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।