চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে রক্তাক্ত অবস্থায় উদ্ধার-২

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে দু’গরু পাচারকারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তী করা হয়।

আহতরা হলেন,উপজেলার ঠাকুরপুর বাজারপাড়ার ইছাহাক আলীর ছেলে কদম আলী (৩৫) ও একই এলাকার আব্দুস সামাদের ছেলে বাবু ওরফে কালু (৩০)। আহত কদম আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, কদম আলী ও বাবু দুজন গরু পাচারকারীর কিনা তা আমরা জানিনা। ঠাকুরপুর সীমান্তে শেষ রাতে বিজিবি টহল দেয়ার সময় লোকজনের চিৎকারে সেখানে তারা পৌঁছে রক্তাক্ত আহত অবস্থায় বাবু ওরফে কালুকে দেখতে পায়। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, কদম আলী নামের একজনও একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তী রয়েছে। এ ঘটনাটির ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মাহাবুবুর রহমান বলেন, আহত কদম আলীর অবস্থা ভাল নয়। তার পিঠে তিনটি স্থানে ধারালো অস্ত্রের ক্ষত, ডান হাতের কুনইয়ে ও ডান পায়ে ক্ষত রয়েছে। রোগীর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারনে তার শরীরে রক্ত দিতে হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।