যশোরের বেনাপোল সীমান্তে ইউএস ডলারসহ আটক-১

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : যশোর বেনাপোল ধান্যখোলা সীমান্তে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ জসীম উদ্দীন নামে ১ ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)সদস্যরা।

শনিবার (২১শে মার্চ) বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটক বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের আবু বক্কর এর ছেলে জসীম উদ্দিন। আটক জসিম উদ্দিন একজন হুন্ডি কারবারি বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যশোর ৪৯ বিজিবি’র লেঃ কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ধান্যখোলা বিওপিতে কর্মরত হাবিলদার কবির হোসেন এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ জসিম উদ্দিন নামের এক হুন্ডি কারবারিকে আটক করেন।তিনি আরো জানান আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।