তোপের মুখে সড়ক থেকে নিম্মমানের ইট তুলে নিলেন ঠিকাদার

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া ব্রীজ থেকে বড়ডালিমা পর্যন্ত নির্মাণাধীন কার্পেটিং সড়ক থেকে নিম্মমানের ইট তুলে নিয়েছেন ঠিকাদার। এলাকাবাসীর তোপের মুখে ঠিকাদার এ কাজ করতে বাধ্য হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় সোয়া ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ করছে পল্লী ষ্টোর নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়কটির বিভিন্ন অংশে নিম্মমানের উপকরণ দিয়ে কাজ করায় ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের।

বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, শ্রমিকরা ওই সড়কের নির্মাণকাজে ব্যবহার করা নিম্মমানের উপকরণ তুলে নিচ্ছেন।

স্থানীয় শাহাবুদ্দিন মৃধা, জাফর সরদার ও মানিক হাওলাদারসহ একাধিক ব্যক্তি বলেন, সিডিউল অনুযায়ী সড়কটির নির্মাণকাজ চলছে না। ইট হাতে নিয়ে সামান্য চাপ দিলেই পাউডার হয়ে যাচ্ছে। তা দিয়েই চলছে নির্মাণকাজ। কাজের সাইটে এলজিইডি অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী তদারকির জন্য আসেন না। ফলে ঠিকাদার যা ইচ্ছে তাই করছে। নিম্মমানের ইট তুলে নেয়ার বিষয়ে তারা বলেন, জনসাধারণ সচেতন থাকলে সড়ক নির্মাণে অনিয়ম করার কোন সুযোগ নেই।

নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল আজিজ মোল্লা বলেন, সঠিক মানের সামগ্রী দিয়েই সড়কটির কাজ চলছিল। সরবরাহের কাজে নিয়োজিত শ্রমিকরা কিছু অংশে নিম্মমানের ইট দেয়। বৃহস্পতিবার তা তুলে নেয়া হয়েছে। সামনের দিকে এ ভুলটি হবে না বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন, সড়কটির নির্মাণ কাজে কোন অনিয়ম করার সুযোগ দেয়া হবে না।