প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মে ১, ২০২০

অনলাইন ডেস্ক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় ভোলায় এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. তানজিল (৩৫) ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, দুপুরে ওই যুবক মোটরসাইকেল নিয়ে শহরে বের হলে সঙ্গত কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে রাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। পরে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মো. তানজিল নামের এক যুবককে শহরের উকিল পাড়া থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (২০১৮) একটি মামলা দায়ের করা হয়েছে।