নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠলো জেলের লাশ

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহনে নদীতে মাছে ধরতে গিয়ে নিখোঁজের চার দিন পর মো. ফারুক হোসেন (৫৪) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চ ঘাটের কাছে ওই জেলে লাশ হঠাৎ ভেসে উঠে। পরে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মঙ্গলসিকদার ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন।

নিহত ফারুক হোসেন ভোলার উত্তর ভেদুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ব্যাপারে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির এসআই উত্তম কুমার জানান, গত ২০ জুন ফারুক মেঘনা নদীর ১নং চরে মাছ ধরতে যায়। ওই সময় নৌকা থেকে নদীতে পড়ে যায় সে। এর পর সঙ্গীরা অনেক খুঁজেও উদ্ধার করতে পারেনি তাকে। তবে বুধবার সকালে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশের ময়না তদন্তের জন্যে ভোলার মর্গে পাঠানো হয়েছে।