গোপালগ‌ঞ্জে নকল প্রসাধনী কারখানা ও মালামাল জব্দ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি নকল প্রসাধনী কারখানা আবিষ্কার ও মালামাল জব্দ করেছেন। বুধবার বিকালে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও ভ্রাম্যমাণ আদাল‌তের বিচারক শেখ সালাউ‌দ্দিন দীপু অভিযান প‌রিচালনা ক‌রেন।
কারখানার মালিক জুয়েল রায়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের গোপালগঞ্জ শহরের ডিসি রোডে হক মঞ্জিল এর পেছনে কারখানাটির সন্ধান পান। পরে ব্যাটেলিয়ান আনসারদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু সেখানে অভিযান চালান। উদ্ধার করেন বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার সার্জিকাল মাস্ক, প্রসাধন সামগ্রী। এ সমস্ত দ্রব্য তৈরির কাঁচামাল এবং বিভিন্ন পণ্যের নকল ও শিশি বোতল। এছাড়া বিপুল পরিমাণ ভারতীয় এবং ইউরোপীয় নকল প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দেন এবং মালিক জুয়েলকে রায়কে কারাগারে প্রেরণ করেন। এসময় ভোক্তা অধিকার অধিদপ্তরের এডি শামীম হাসান এবং ড্রাগ সুপার মহেশ্বর মন্ডল উপস্থিত ছিলেন।