গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়ে কৃষক মোঃ চাঁন মিয়া (৫৫) কে হত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তি বারোআনী গ্রামের শমসের আলীর ছেলে। একই হামলায় আহত তার আরেক ভাই তোতা মিয়া (৪৫) মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানিয়েছে, নিহত চাঁন মিয়ার সাথে প্রতিবেশী লাল চাঁন মিয়ার ছেলে বিপুল গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রোববার (২১জুন) সকালে নিহত চাঁন মিয়ার জমিতে খুঁটি পোতে জোরপূর্বক জমি দখল করে তারা বিপুল গংরা। খবর পেয়ে এ ঘটনা দেখতে ও জানতে ঘটনাস্থলে ছুটে যান চাঁন মিয়া ও তার ভাই তোতা মিয়া।

এ সময় বিপুল গংদের হামলায় গুরুত্বর আহত হয় দু’ভাই। চান মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ত্রিশাল এলাকায় সন্ধ্যা ৭টার দিকে চাঁন মিয়া মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।